হোম > খেলা > অন্য খেলা

প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে ৭ সোনা জিতলেন কেনি

টোকিও অলিম্পিকের শেষ দিনে সোনা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ব্রিটিশ অ্যাথলেট জেসন কেনি। অলিম্পিকে সাইক্লিং স্প্রিন্টের কিরিন ইভেন্টে প্রথম ব্রিটিশ অ্যাথলেট হিসেবে সাত সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি। এবারের অলিম্পিকে এটিই ছিল তাঁর প্রথম সোনা জয়। 

অলিম্পিকে শেষ দিনে অন্য প্রতিযোগীদের তিন ল্যাপ বাকি থাকতেই সোনা নিশ্চিত করেন কেনি। আর তাতেই অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় পেছনে ফেলেছেন সতীর্থ ক্রিস হয়েকে। দুজনই ৬ সোনা নিয়ে এত দিন অলিম্পিকে সর্বোচ্চ সোনা জেতায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন। 

২০০৮ সালের বেইজিং অলিম্পিকের টিম স্প্রিন্টে প্রথম সোনা জেতেন কেনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে টিম স্প্রিন্ট ও ব্যক্তিগত বিভাগ দুইটিতে জিতেছিলেন সোনা। আর সবশেষ ২০১৬ রিও অলিম্পিকে তিনটি ইভেন্টে সোনা জিতেছিলেন ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ অ্যাথলেট। তবে এবারের টোকিও অলিম্পিকের শুরুটা সোনা জয়ে রাঙাতে পারেননি কেনি। টিম স্প্রিন্টে জিতেছিলেন রুপা। 

সব মিলিয়ে ৯ পদক নিয়ে অলিম্পিকে সম্মিলিত পদক জেতার দিক দিয়েও ব্রিটিশদের মধ্যে শীর্ষে আছেন কেনি। ৯ পদকের মধ্যে ৭ সোনা আর ২টি রুপা, নেই কোনো ব্রোঞ্জ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ