হোম > খেলা > অন্য খেলা

সলিডারিটি গেমসে পদকের লড়াইয়ে রোকসানা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রিকার্ভ এককে হতাশায় ডুবেছেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। কম্পাউন্ড এককেও ডুবতে বসেছিলেন বাংলাদেশের তিরন্দাজরা। হতাশার এক দিনে বিকেলে পদকের সম্ভাবনা জাগিয়েছেন কেবল রোকসানা আক্তার। ইসলামিক সলিডারিটি গেমসে নারীদের কম্পাউন্ড একক ইভেন্টের ব্রোঞ্জ জয়ের সুযোগ বাংলাদেশি তিরন্দাজের সামনে। 

গতকাল বাছাইপর্বে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোকসানা। আজ কোয়ার্টার ফাইনালে স্বাগতিক তুরস্কের সেভিম ইয়েলদিরকে ১৪৪-১৪০ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন রোকসানা। ফাইনালে ওঠার লড়াইয়ে রোকসানা ১৪৮-১৪৬ পয়েন্টে হেরে যান তুরস্কের আরেক প্রতিদ্বন্দ্বী ইয়েসিম বোস্তানের কাছে। আগামী পরশু ব্রোঞ্জের লড়াইয়ে তুরস্কের বেরা সুজেরের বিপক্ষে লড়বেন রোকসানা। 

রোকসানা ছাড়া আর্চারিতে আজ আর কোনো সাফল্য নেই বাংলাদেশের। কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছেন শ্যামলী রায়। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছেন পুষ্পিতা জামান। ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন আশিকুজ্জামান। 

রিকার্ভ এককেও ব্যর্থ বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোমান সানা ৬-০ সেটে হেরেছেন উজবেকিস্তানের উনগালভ ওবদেকের কাছে। একই ব্যবধানে তুরস্কের একে সামেতের কাছে হেরেছেন হাকিম আহমেদ রুবেল। তুরস্কের মেতে গাজ্জের কাছে ৭-১ সেটে হেরেছেন সাগর ইসলাম। 

নারীদের এককেও হতাশা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দিয়া সিদ্দিকী ৭-৩ সেটে হেরেছেন তুরস্কের ইসেম ইয়াসমিনের কাছে। কোয়ার্টার ফাইনালে হেরেছেন নাসরিন আক্তারও। মালয়েশিয়ার রেজা অক্টেভিয়ার কাছে নাসরিনের হার ৭-১ সেটে। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছেন বিউটি রায়।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ