হোম > খেলা > অন্য খেলা

এএইচএফ কাপ

বাংলাদেশের দুই কঠিন প্রতিপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এএইচএফ কাপে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মতো দুই কঠিন প্রতিপক্ষ। ছবি: ফাইল ছবি

এএইচএফ কাপ হকি সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে এক মাস ধরে চলছে বাংলাদেশ হকি দলের ক্যাম্প। প্রস্তুতি এখনো শেষ না হলেও পরিকল্পনা অনেকটাই গুছিয়ে ফেলেছেন কোচ আ ন ম মামুন উর রশিদ। ঈদের ছুটির আগে ২৮ মার্চ ফেডারেশনের কাছে ২৪ জনের চূড়ান্ত দলের তালিকা জমা দেবেন তিনি।

ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ১৭ এপ্রিল শুরু হবে এএইচএফ কাপ। টুর্নামেন্টের গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরে ‘বি’ পুলে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। এর মধ্যে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মানছেন মামুন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো চলছে। এবারও আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শিরোপা নিয়েই দেশে ফিরতে চাই। আমাদের গ্রুপের শ্রীলঙ্কাকে কঠিন প্রতিপক্ষ মনে হচ্ছে। একই সঙ্গে ইন্দোনেশিয়াও, যেহেতু তারা নিজেদের মাটিতে খেলবে।’

১৮ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এক দিন বিশ্রামের পর ২০ এপ্রিল স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা। ২২ এপ্রিল থাইল্যান্ড ও পরের দিন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৫ এপ্রিল সেমিফাইনাল ও ২৭ এপ্রিল হবে ফাইনাল। ঈদের ছুটির পর ২৪ জনের দল নিয়ে ২ এপ্রিল থেকে ফের ক্যাম্প শুরু করবেন মামুন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ