হোম > খেলা > অন্য খেলা

কিশোরগঞ্জকে দুই হালি গোল দিয়ে বিকেএসপির শিরোপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চ্যাম্পিয়ন হওয়ার পর বিকেএসপির খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: বাহফে

ব্র্যাক ব্যাংক মহিলা ডেভলেপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ফাইনালে কিশোরগঞ্জ জেলাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

আসরের শুরু থেকেই প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে বিকেএসপি। বিপরীতে গোল হজম করেছে কেবল একটি। ফাইনালে দুই হালি গোল করলেও তা কিছুটা বিস্ময়েরই জন্ম দিয়েছে। কেননা এই কিশোরগঞ্জকেই গ্রুপ পর্বের ম্যাচে ১৫-০ গোলে হারিয়েছিল তারা। আজ অবশ্য তেমন দাপট দেখাতে পারেনি।

মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকেএসপির হয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক অর্পিতা পাল (৮,১৮ ও ৫৬) ও আইরিন আক্তার রিয়ার (১১,৪২, ৫০)। বাকি দুটি গোল এসেছে জাকিয়া আফরোজ লিমা (১৪) ও তন্নী খাতুনের (২২) পা থেকে। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বিকেএসপিকে এগিয়ে দেন অর্পিতা। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়া। তার বাকি দুটি গোল আসে ফিল্ড প্লে থেকে।

অর্পিতা অবশ্য বাকি দুই গোলও করেন পেনাল্টি কর্নারের মাধ্যমে। টুর্নামেন্টে ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন তিনি। তবে সেরা খেলোয়াড় হয়েছেন কিশোরগঞ্জের ফারদিয়া আক্তার রাত্রি।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়েছে যশোর।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ