হোম > খেলা > অন্য খেলা

দুই বছরে দুটি গেমস আয়োজনের আশা বাংলাদেশের

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভায় দুই বছরে দুই গেমস আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।

১৯৭৮ সালে প্রথম শুরু হয় বাংলাদেশ গেমস। তবে ২০০২ সালের পর লম্বা সময় হয়নি আসরটি। ২০১৩ সাল থেকে পুনরায় আবার শুরু হয় এই প্রতিযোগিতা। দুই বছর পর পর বিওএ আয়োজন করে আসছে বাংলাদেশ গেমস। সেই অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ গেমস ও ২০২৬ যুব গেমস আয়োজনের আলোচনা হয়েছে আজকের সভায়। এ বিষয়ে শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘বিওএ আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজন করবে। সামনেই আমাদের একটি নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় গেমস সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা হবে।’

বিওএ সভায় সভাপতিত্ব করেছেন নবনির্বাচিত সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। নতুন সভাপতির প্রথম সভায় অলিম্পিক ভিলেজ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শেখ বশির। এ ছাড়া বিওএ অনুশীলনের অবকাঠামোর বিষয়েও জোর দেন সভাপতি। বিওএ সহসভাপতি বলেন, ‘আমাদের সভাপতি স্টেডিয়াম এলাকায় খেলাধুলা করেছেন। তার সম্পূর্ণ ধারণা রয়েছে। খেলোয়াড়দের সুন্দর পরিবেশ ও অনুশীলনের জায়গা দেওয়া প্রয়োজন। ফেডারেশনগুলোর সমস্যা নিয়ে অলিম্পিক, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বৈঠক করবে খেলার মান উন্নয়নের জন্য। আমাদের সভাপতি খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নের জন্য অলিম্পিক ভিলেজ প্রয়োজন। বিওএ এই সংক্রান্ত একটি কমিটি করবে। ভিলেজের জন্য সরকারের সহায়তা চাইব না পেলে নিজেদের অর্থায়নে ভিলেজ করব।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ