হোম > খেলা > অন্য খেলা

বিশ্বজয় হলো না রোমান-দিয়াদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অধীর অপেক্ষায় ছিল দেশ। বিশ্বকাপের সোনা আসবে ঘরে। সুইজারল্যান্ডে বাজবে জাতীয় সংগীত। উড়বে লাল–সবুজ পতাকা। স্বপ্নটা পূরণ হয়নি। আজ আর্চারি বিশ্বকাপে রোমান সানা-দিয়া সিদ্দিকী রানার্সআপ হয়েছেন।

সুইজারল্যান্ডের লুজানের ওয়ার্ল্ড আর্চারি এক্সেলেন্স সেন্টারে আর্চারি বিশ্বকাপ রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। বাংলাদেশের দুই তিরন্দাজ রোমান-দিয়া নিজেদের সেরাটা আজ দিতে পারেননি। র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নেদারল্যান্ডসের ফন ডেন বার্গ ও সোলেসার গ্যাব্রিয়েলা জুটির কাছে ৫-১ সেটে হেরে গেছেন তাঁরা। পাঁচ সেটের খেলা নিষ্পত্তি হয়েছে তিন সেটেই।

প্রথম সেটে বাজে শুরুর পর দ্বিতীয় সেটে ড্র করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন রোমান-দিয়া। দুই দলই পেয়েছে সমান ৩৫ পয়েন্ট। তৃতীয় সেটে নেদারল্যান্ডসের দুই তিরন্দাজ পেয়েছেন ৩৭ পয়েন্ট (১০, ৮, ১০, ৯)। রোমান ও দিয়ার পয়েন্ট ৩৪ পয়েন্ট (৮, ৮, ৯, ৯)।

সোনার লড়াইয়ে হেরে হতাশা থাকলেও রুপা জিতে তৃপ্ত দেশসেরা তিরন্দাজরা। হারের পেছনে নিজেদের অভিজ্ঞতার ঘাটতিকেই দুষছেন দিয়া সিদ্দিকী। গত বৃহস্পতিবার স্পেন-জার্মানিদের মতো বড় প্রতিপক্ষকে হারিয়ে রিকার্ভ ইভেন্টের ফাইনালে ওঠে বাংলাদেশ। এটাই ছিল আর্চারিতে বাংলাদেশের প্রথমবারের মতো ফাইনালে ওঠা। এই অর্জনও কম কী!

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

ভালো করেও আমিরুলদের অনিশ্চয়তা

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

ওমানের জালে বাংলাদেশের ১৩ গোল, আমিরুল-রকির হ্যাটট্রিক

ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও পারল না বাংলাদেশ