ঢাকা: রিকার্ভ-কম্পাউন্ড—প্রত্যেকটি একক ইভেন্টে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের তিরন্দাজরা। যাঁকে নিয়ে বেশি আশা ছিল, সেই রোমান সানাও তাঁর ইভেন্টে ব্যর্থ হয়েছেন।
নিজের ইভেন্টে হতাশ করলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি পদক এনে দিচ্ছেন দেশসেরা তিরন্দাজ রোমান। তিনি সুইজারল্যান্ডের লোজান বিশ্বকাপে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে বাংলাদেশকে তুলেছেন রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে।
আজ রিকার্ভ মিক্সড ইভেন্টের ফাইনালে কানাডার ব্রায়ান ম্যাক্সওয়েল-স্টেফানি ব্যারেট জুটিকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছেন রোমান-দিয়া জুটি। প্রথম দুই সেটে এগিয়ে থাকা বাংলাদেশ তৃতীয় সেটে হোঁচট খেলেও চতুর্থ সেটে ড্র করে নিশ্চিত করেছে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল।
সেমিফাইনালের আগে কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারান রোমান-দিয়া। ইভেন্টের ফাইনালে রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ।