হোম > খেলা > অন্য খেলা

জাতিসংঘ মিশন থেকে ফিরেই রোমানার রঙিন রেকর্ড

আজকের পত্রিকা ডেস্ক­

পুলে রোমানা। ছবি: সংগৃহীত

সংসার জীবন শুরু করার পর মা হওয়ায় আনন্দ। তার কদিন বাদে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যাওয়া। এর মধ্যে চার বছর সাঁতারের সঙ্গে ছিল না যার বন্ধন, সেই রোমানা আক্তারই কিনা আজ মিরপুরের সুইমিং কমপ্লেক্সে রং ছড়িয়ে গড়লেন রেকর্ড।

আজ থেকে শুরু হয়েছে ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। প্রথম দিনে সব মিলিয়ে হয়েছে ৪টি নতুন জাতীয় রেকর্ড। তবে দিনের শেষে সব আলো কেড়ে নিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু রোমানা। প্রথম দিনেই মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়ে জিতেছেন সোনা।

এমন কীর্তি গড়ে স্বাভাবিকভাবেই খুশি রোমানা, ‘সুদানে জাতিসংঘ মিশন থেকে ফিরে এটাই আমার প্রথম প্রতিযোগিতা। এতটা বিরতির পরও যে আমার পারফরম্যান্স ফিরিয়ে আনতে পেরেছি, এ জন্য খুব ভালো লেগেছে।’

সুদানে অনুশীলনের কোনো সুযোগ ছিল না রোমানার, ‘ওই সময় ট্রেনিংয়ে থাকতে পারতাম না। সাঁতার থেকে পুরোপুরি দূরে ছিলাম বলা যায়। কারণ শুধু ইউএন (জাতিসংঘ) এর যে সব কার্যক্রম ছিল সেগুলো করতাম। তবে আমাদের সেনাবাহিনীর যে ফিজিকাল ট্রেনিং, সকালের পিটি, দৌড়, জগিং, হালকা স্ট্রেচিং-এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি ফিটনেস ধরে রাখার জন্য।’

২০০৮ সাল থেকে নিয়মিত বয়সভিত্তিক ও জাতীয় সাঁতারে অংশ নেন রোমানা। কিন্তু এবার সোনা জিততে সময় নেন ১ মিনিট ১৮.২৭ সেকেন্ড। ২০২১ সালে এই ইভেন্টে মরিয়ম খাতুন রেকর্ড গড়েছিলেন। তবে রোমানার সেরা সাফল্য ২০১৬ সালে। সেবার ৫টা সোনা জেতেন সব ইভেন্টে রেকর্ড গড়ে।

এর আগে বিকেল ৩টায় জাতীয় সাঁতারের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ