হোম > খেলা > অন্য খেলা

টোকিও অলিম্পিক চান না চিকিৎসকেরা

ঢাকা: করোনায় পিছিয়ে যাওয়া অলিম্পিক এ বছরের ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা। কিন্তু টোকিও অলিম্পিক আয়োজনের বিপক্ষে অবস্থান নিয়েছেন জাপানের চিকিৎসকেরা। কাল টোকিওতে এ নিয়ে বিক্ষোভ করেছেন একদল চিকিৎসক। পুরো দেশকে ঝুঁকিতে ফেলে এই মুহূর্তে অলিম্পিক আয়োজনের কোনো মানে দেখছেন না তাঁরা।

বিশ্বজুড়ে করোনা মহামারির প্রকোপ আবার ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষ বেঁচে থাকার লড়াই করছে। এমন পরিস্থিতিতে মানুষের জীবনের চেয়ে অলিম্পিককে জাপান সরকার কীভাবে গুরুত্বপূর্ণ মনে করছে তা বুঝতে পারছেন না বিক্ষোভকারী চিকিৎসকেরা! বিক্ষোভে অংশগ্রহণকারী টোকিও মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকেরা জানিয়েছেন, হাজার হাজার অ্যাথলেট, কোচ এবং বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের একত্রিত হলে সামলানো কঠিন হয়ে পড়বে। সবার স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে!

টোকিও মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকেরা জাপান সরকার, টোকিও গভর্নর, অলিম্পিক কমিটির চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘মানুষের ঘোরাফেরা থেকে ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে। অলিম্পিকের কারণে জাপানে যদি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে সেটার দায়িত্ব জাপান সরকারকে নিতে হবে। জাপানের চিকিৎসকদের আরেকটি সংগঠন একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন, তারা অলিম্পিক ও প্যারা অলিম্পিক দুটোই বাতিল চান।

গত সপ্তাহে জাতীয় চিকিৎসক ইউনিয়নও জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বলে জানান ইউনিয়ন প্রধান নাওতো উয়েমা। সে চিঠিতে অনুরোধ করে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যেন প্রধানমন্ত্রীকে অলিম্পিক বাতিলের ব্যাপারে জানায়। উয়েমা বলছেন, ‘আমরা চিকিৎসক হিসেবে নিজেদের দায়িত্ব পালন করছি। বাকি বিষয় সরকারের ওপর নির্ভর করে।’

টোকিও অলিম্পিক বাতিলের ব্যাপারে এক পিটিশনে নয় দিনে ৩,৫০,০০০ লক্ষ ভোট পড়েছে বলে জানিয়েছে আয়োজনকারীরা। তবু জুলাইয়ে অলিম্পিক আয়োজনের ব্যাপারে আশাবাদী বিশ্ব অ্যাথলেটসের সভাপতি সেব কো। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সুরক্ষা বলয় ঠিক রেখে অলিম্পিক আয়োজনে আমি আশাবাদী।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে নামছে শ্রীলঙ্কা

এক সপ্তাহ পর মাঠে নামছে রাজশাহী, নোয়াখালীর কী হবে

ধুঁকতে থাকা নোয়াখালী জয়ের দেখা পাবে তো বিপিএলে

সিডনিতে ইংল্যান্ডের ৩৮৪ রানের পর অস্ট্রেলিয়ার পাল্টা জবাব

মিরাজদের হ্যাটট্রিক হার নাকি নোয়াখালীর প্রথম জয়

রাজশাহীকে টপকে আজ সবার ওপরে উঠবে কে

শুটিংয়ে অস্থিরতা: যুগ্ম সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, বহিষ্কার শুটার কলি

রংপুর কি আজ পারবে ঘুরে দাঁড়াতে

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ