হোম > খেলা > অন্য খেলা

আর্চারিতে বাংলাদেশের হতাশার দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরুষ রিকার্ভের দলীয় ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে হেরেছে বাংলাদেশ। ছবি: ওয়ার্ল্ড আর্চারি

সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে হতাশার এক দিন কাটিয়েছে বাংলাদেশ। আজ তিনটি দলীয় ইভেন্টের একটিতেও পায়নি সফলতার দেখা। দুটিতে অবশ্য অন্তত ব্রোঞ্জ জেতার সম্ভাবনা ছিল।

পুরুষ রিকার্ভের দলীয় ইভেন্টে শুরুটা দুর্দান্ত করেছিলেন বাংলাদেশের ৩ তীরন্দাজ আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও রাকিব মিয়া। ফিলিপাইনকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন তারা। কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাজাখস্তানকে হারায় ৫-৪ ব্যবধানে। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে সেভাবে পাত্তা পায়নি বাংলাদেশ। ৫-১ সেট পয়েন্টে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে হেরেছে ৫-৩ ব্যবধানে।

পুরুষ কম্পাউন্ডের দলীয় ইভেন্টে প্রথম রাউন্ডেই বাদ পড়ে বাংলাদেশ। ভুটানের কাছে ২২২-২১৮ ব্যবধানে হারেন হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও সোহেল রানারা।

নারী কম্পাউন্ডের দলীয় ইভেন্টে বাছাইপর্বে সাতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। প্রথম রাউন্ডে হংকংকে ২৩০-২২১ ব্যবধানে হারান পুষ্পিতা জামান, বন্যা আক্তার ও কুলসুম আক্তার মনিরা। কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়াকে ২৩০-২২৫ ব্যবধানে হারিয়ে চমক দেখালেও সেমিফাইনালে হেরে যান মালয়েশিয়ার তীরন্দাজদের কাছে (২২৪-২২১)। ব্রোঞ্জের লড়াইয়ে শেষ সেট জিতলেও চার সেটের লড়াইয়ে কাজাখস্তানের কাছে হারতে হয়েছে ২৩০-২২৪ ব্যবধানে।

ফুটসালে আছি বলে ফুটবল খেলব না, বিষয়টা এমন নয়: সাবিনা

বছরের প্রথম দিনটা কি জয়ে রাঙাতে পারবেন রিশাদ

আজই কি তবে রিশাদদের আরও কাছে ব্রিসবেন

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন গৌরব-তানভীর জুটি

ফাইনালে পারলেন না জুমার-ঊর্মি

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সোনার লড়াইয়ে বাংলাদেশের জুমার-ঊর্মি

আমিরুলদের ৬০ লাখ টাকা পুরস্কার, সমস্যার কথা বলতে চান ক্রীড়া উপদেষ্টাকে

এক বছরে তিতাসের জোড়া শিরোপা

‘আগে জানত না, বিশ্বকাপের পর এখন বাংলাদেশকে সবাই চেনে’

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা