দলে আসার পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জেতানোর পর দলকে বিশ্বচ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। টাইব্রেকারে তাঁর একটি সেভ ৩৬ বছর পর আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে।
মাঠে অসাধারণ নৈপুণ্যের পুরস্কারও পেয়েছেন মার্তিনেজ। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে পেয়েছেন গ্লোডেন গ্লাভস। তাঁকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই সমর্থকদের। তবে বিতর্কিত এক কাণ্ডেও সমালোচনায় তিনি। পুরস্কার নেওয়ার সময় অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি।
সেরা গোলরক্ষকের পুরস্কার নেওয়ার জন্য পোডিয়ামে যান মার্তিনেজ। পুরস্কার নেওয়ার পর তা গোপানাঙ্গের কাছে ধরে উদ্যাপন করেন তিনি। পরে সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়। তাঁর এমন কাণ্ডে অবাক হয়েছেন সমর্থকেরা। এর জন্য এখন সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সামাজিক মাধ্যম ব্যবহারকারী এক ব্যক্তি লিখেছেন, ‘মার্টিনেজ কখনোই আমার বিশ্বকাপ ফাইনাল বিঙ্গো কার্ডে সেক্স টয় হিসেবে গোল্ডেন গ্লাভস ট্রফি ব্যবহার করেননি।’
আরেকজন লিখেছেন, ‘সে পৃথিবীতে কী ভাবছিল?’
মার্তিনেজের সমালোচনা করে একজন লিখেছে, ‘সে প্রমাণ করেছে যে পুরুষেরা কখনই বড় হয় না।’