হোম > খেলা > ফুটবল

ঢাকা বিমানবন্দরেও হামজাকে রাজকীয় বরণ

ক্রীড়া ডেস্ক    

হামজা চৌধুরীকে ঢাকা বিমানবন্দরে এভাবেই রাজকীয় বরণ করা হয়েছে। ছবি: বাফুফে

সুদূর ইংল্যান্ড থেকে রোববার রাতে রওনা দিয়ে সোমবার সকালে সিলেটে আসেন হামজা চৌধুরী। সিলেট ওসমানী বন্দর থেকে চলে যান হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। সেখানে উৎসব মুখর পরিবেশে কাটানোর পর হামজা গত রাতে ফিরেছেন ঢাকায়।

হামজার ঢাকায় ফেরা নিয়ে বাফুফে গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামার পরই বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা সেলফি তোলেন এই ফুটবলারের সঙ্গে। গাড়ি থেকে নামার পরই হামজাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বাফুফে কর্মকর্তারা। বিমানবন্দরে তখন ছিল উপচে পড়া ভিড়। বাংলাদেশের এই ফুটবলারের ছবি তুলতেই ক্যামেরার লেন্সের ফোকাস ছিল সেদিকে। হামজাও ছবি তুলেছেন।

বিমানবন্দরের পর টিম হোটেলেও হামজাকে সাদরে বরণ করা হয়েছে। হামজার টিম হোটেলে বরণ নিয়ে বাফুফে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও ছেড়েছে এই ক্যাপশনে, ‘বাফুফের উচ্চপদস্থ কোচ, কর্মকর্তা ও টিম স্টাফরা হামজাকে হোটেলে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। চারদিকে খুশির জোয়ার।’ ভিডিওতে দেখা গেছে, বাফুফের কর্মকর্তাদের সঙ্গে হামজা করমর্দন করছেন। হামজাকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হোটেল ঘুরিয়ে দেখাচ্ছেন। হামজাকে দেখে বুকে জড়িয়ে নিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। কোচের সঙ্গে আলাদা বসে ছবিও তুলেছেন হামজা।

হামজার আগমন নিয়ে গত কদিন ধরেই বাংলাদেশে উৎসবের আমেজ। সোমবার সন্ধ্যায় ইফতারের পর স্নানঘাটে জনাকীর্ণ সংবাদ সম্মেলন হয়েছে। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, রিশাদ হোসেনরাও সামাজিকমাধ্যমে হামজাকে স্বাগত জানিয়েছেন। বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার হামজা আনবেন বলে আশা করেন মাশরাফি। আজ বাফুফে ভবনে কোচ ও হামজা সংবাদ সম্মেলন করবেন।

শিলংয়ে ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে হামজার। ভারত ম্যাচের আগে হামজা ও বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানিয়েছেন মাশরাফি।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি