হোম > খেলা > ফুটবল

ভাগ্য বদলাতে আনচেলত্তিকেই আনল রিয়াল

ঢাকা: আবারও রিয়াল মাদ্রিদে ফিরলেন কার্লো আনচেলত্তি। জিনেদিন জিদানের শূন্যতা পূরণে ইতালিয়ান কিংবদন্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল। বছরে প্রায় ৬ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি টাকায় ৬২ কোটি টাকা) ২০২৪ সাল পর্যন্ত আনচেলত্তির সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তাঁর ফেরার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। নিশ্চিত করেছেন আনচেলত্তিও।

এবার শিরোপাহীন একটা মৌসুমই কেটেছে রিয়ালের। ব্যর্থ মৌসুমের পর কোচের দায়িত্ব ছাড়েন জিদান। ফ্রান্স কিংবদন্তির বিদায়ের পর নতুন কোচের খোঁজে ছিল রিয়াল। আবার বার্নাব্যুতে ফিরছেন আনচেলত্তি, এমন ইঙ্গিত আগেই দিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। সেটাই সত্যি হয়েছে কাল রিয়ালের আনুষ্ঠানিক ঘোষণায়।

২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত রিয়ালের দায়িত্ব সামলেছিলেন আনচেলত্তি। এই সময়ে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। এর আগে চেলসি, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবেরও দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ এভারটনের কোচের দায়িত্বে ছিলেন আনচেলত্তি। ইংলিশ ক্লাবটির দায়িত্ব সামলেছেন ১৮ মাস।

আনচেলত্তির পাশাপাশি রিয়ালের কোচ হওয়ার দৌড়ে ছিলেন মরিসিও পচেত্তিনো, আন্তোনিও কন্তে ও রিয়ালের ঘরের ছেলে রাউল গঞ্জালেস। তবে রিয়ালের পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন আনচেলত্তিই।

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ