হোম > খেলা > ফুটবল

যুদ্ধংদেহী এল ক্ল্যাসিকোয় শেষ হাসি বার্সার 

নতুন মৌসুম শুরুর আগেই ফুটবল প্রেমীরা দেখার সুযোগ পেয়েছেন ‘এল ক্ল্যাসিকো’। ধ্রুপদী এ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। 

লাসভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে বার্সেলোনাকে লিড এনে দেন দলে নতুন আসা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২৭ মিনিটে রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতোর ভুল পাস পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাকে কাজে লাগিয়ে নিজের মূল্যের প্রতিদান দিয়েছেন বা পায়ের দুর্দান্ত শটে। তাঁর নেওয়া শটটি ঠেকানোর সাধ্য ছিল না থিব কোর্তয়ার। ‘এল ক্ল্যাসিকোর’ এই ম্যাচ নামে প্রীতি হলেও খেলায় তার রেশ ছিল না। সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেজ ও লিওনেল মেসিদের যুগের মতো হাতাহাতি লেগেছে এই ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে রোনালদ আরাউহো-অ্যান্তোনি রুডিগাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমার্ধে ১-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সেলোনা। 

এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞদের বসিয়ে একাদশ সাজান তরুণদের নিয়ে। প্রথমার্ধে বেঞ্চে থাকা টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরোদের দ্বিতীয়ার্ধে নামান। তবে বার্সার দেওয়া গোলটি শোধ করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে বদলি নামা আসেনসিও। তিনি সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৮৬ মিনিটের পর বার্সা বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে সবগুলো প্রতিহত করেন গোলরক্ষক কোর্তয়া। তবে লিড আর বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। রাফিনহার গোলেই প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচের মীমাংসা হয়।

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক