হোম > খেলা > ফুটবল

ফেবারিট নয়, নিজেদের প্রতিযোগী ভাবছেন জাভি

বিদায় আগেই নিশ্চিত ছিল বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে গতকাল ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলেছে কাতালান ক্লাবটি। শেষ ম্যাচে ৪-২ গোলের জয়ও পেয়েছে দলটি। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগ থেকে বিদায় নিয়ে বার্সা এবার প্রতিযোগিতা করবে ইউরোপা লিগে। এই টুর্নামেন্টে বার্সা ফেবারিট কি না এমন প্রশ্নের জবাবে কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন, আমরা ফেবারিট নই প্রতিযোগী। 

প্লাজেনের বিপক্ষে ম্যাচশেষে এমনটি জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘বলতে চাচ্ছি যে, ইউরোপা লিগ জয়ে আমরা প্রতিযোগী। এবার দুর্দান্ত একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। বার্সা, প্রতিযোগী হয়ে সাফল্য অর্জনের জন্য লড়াই করবে।’ 

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সা। ক্লাবটির এমন বিদায়ে জাভি বলেছেন, ‘ফলাফল নেতিবাচক। টুর্নামেন্টে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। বায়ার্ন মিউনিখ ও ইন্টার করতে পেরেছে। মিউনিখ ও মিলানে আমরা জিততে পারিনি। শেষে এটিই ফলাফল নির্ধারণ করেছে।’ 

চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে সান্ত্বনার জয়ে বার্সার হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস, আর একটি করে গোল করেছেন মার্কোস আলানসো ও পাবলো তোরে। প্লাজেনের হয়ে গোল দুটি করেছেন থমাস কোরি।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ