হোম > খেলা > ফুটবল

‘হালান্ডের শক্তি ফুরিয়ে গিয়েছিল’ 

ম্যানচেস্টার সিটির ফর্ম আন্তর্জাতিক ফুটবলে নিয়ে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল প্রায় নায়ক হয়েই গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। 

২০২৪ ইউরো বাছাইয়ে গতকাল নরওয়ের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। উলিভাল স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৬১ মিনিটে হালান্ডের পেনাল্টিতে এগিয়ে যায় নরওয়ে। ১-০ তে এগিয়ে থাকা নরওয়ের জয় নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু শেষ ৬ মিনিটে সবকিছু বদলে যায়। ৮৪ মিনিটে হালান্ডকে উঠিয়ে নেওয়া হয়। আর শেষ মুহূর্তের জোড়া গোলে ম্যাচ জিতে যায় স্কটল্যান্ড। হালান্ডকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার প্রসঙ্গে নরওয়ের কোচ স্টেল সোলব্যাকেন বলেন, ‘সে (হালান্ড) নিজেই বদলি হওয়ার কথা বলছিল। মাঠে আমরা তাকে ১০-১২ মিনিট বেশি খেলিয়েছি। শেষ কয়েক মিনিট সে খেললেও আমাদের একজন খেলোয়াড় কম মনে হয়েছে। সে ক্লান্ত হয়ে পড়েছিল। এর আগেও সে অনেক বার ৬০ মিনিট খেলেছিল।’

স্কটল্যান্ডের কাছে গতকাল ২-১ গোলে হেরেছে নরওয়ে। ইউরো ২০২৪ এর বাছাইয়ে এখন পর্যন্ত জয় পায়নি সোলব্যাকেনের দল। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ পরাজয় এবং ১ ড্রতে ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার চারে নরওয়ে। স্কটল্যান্ড, নরওয়ের সঙ্গে জর্জিয়া, স্পেন ও সাইপ্রাস। ৩ ম্যাচের ৩ টিতে জিতে ৯ পয়েন্টে পয়েন্ট তালিকার শীর্ষে স্কটিশরা।

পাকিস্তানের কাছে হেরে লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’