হোম > খেলা > ফুটবল

দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরল ইন্টার মিলান

স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপাভাগ্যের নিষ্পত্তি হয়ে গেছে আগেই। বাকি আছে ইতালিয়ান সিরি-এ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ রোমাঞ্চ। শুক্রবার রাতে সিরি-এ লিগ রোমাঞ্চ তো প্রায় শেষ করে দিচ্ছিল ইম্পোলি। সেটা হতে দেয়নি ইন্টার মিলান। 

সান সিরোতে এসে ম্যাচের আধা ঘণ্টার মধ্যে ২ গোল করে ফেলেছিল ইম্পোলি। এর পরই গা ঝাড়া দিয়ে ওঠে ইন্টার মিলান। প্রথমার্ধেই স্বাগতিকেরা ফেরে সমতায়। পরে দ্বিতীয়ার্ধে একচেটিয়া পারফর্ম করে ৪-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। 

নাটকীয় এই জয়ে ইন্টারের লিগের স্বপ্ন তো বাঁচলই, একই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এল তারা। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল এসি মিলান। তিনে থাকা নাপোলির সংগ্রহ ৭০ পয়েন্ট। 

দুই মিলানের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল জুভেন্টাসের। কিন্তু গত রাতে জেনোয়ার মাঠে গিয়ে শেষ সময়ের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বসে তুরিনের বুড়িরা। বিফলে গেল পাওলো দিবালার গোলটা। অবশ্য হারলেও খুব একটা ক্ষতি হয়নি জুভদের। 

কয়েক রাউন্ড ধরে চাপে থাকা ইন্টার মিলানের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারত গতকাল রাতেই। ২৮ মিনিটের মধ্যে ২ গোল করে তাদের ভড়কে দেয় ইম্পোলি। গোল করেন পিনামন্টি ও আসলানি। ২ গোল হজমের পর ঘুম ভাঙে ইন্টার মিলানের। 

মুহুর্মুহু আক্রমণে স্বাগতিকেরা পেয়ে যায় উপহারসূচক গোল। আত্মঘাতী গোল করেন রামাগনলি। বিরতির আগমুহূর্তে দলকে সমতায় ফেরান লাওতারো মার্টিনেজ। ৬৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই লিড নেয় ইন্টার মিলান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে শেষ গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ।

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল