হোম > খেলা > ফুটবল

জার্মানির টানা হারে হতাশ কোচ ফ্লিক

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর থেকেই ছন্দহীন জার্মানি। কাতার বিশ্বকাপের পর খেলা পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। সর্বশেষ চার ম্যাচে তারা জয়হীন।

গতকালের হার জার্মানির ক্ষতটা আরও বাড়িয়ে দিয়েছে। প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছে তারা। এভাবে ম্যাচ হারায় বেশ হতাশ হ্যান্সি ফ্লিক। জার্মান কোচের মতে, এই মুহূর্তে কিছু বলার নেই তাঁর।

ম্যাচ শেষে ফ্লিক বলেছেন, ‘অবশ্যই হতাশ হয়েছি। আমরা যা করতে চেয়েছিলাম তা প্রয়োগ করতে না পারায়। আমরা এমন কিছু করতে চেয়েছিলাম কিন্তু তা উল্টো হয়েছে। আমার কিছু বলার নেই। এই মুহূর্তে যুক্তি আমাদের পক্ষে নেই। আমাদের বিশ্লেষণ করতে হবে এবং ছক কষতে হবে।’

প্রীতি ম্যাচের জয়টি জার্মানির বিপক্ষে কলম্বিয়ার প্রথম জয়। এর আগে চার ম্যাচ খেললে দুটি হারের বিপরীতে সমান ড্র করেছিল তারা। গতকাল প্রথমার্ধে গোল শূন্য ড্র হলেও বিরতির পর ২-০ গোলের জয় পায় কলম্বিয়া। ৫৪ মিনিটে হেডে দলকে প্রথম লিড এনে লিভারপুল তারকা লুইস দিয়াজ। আর ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দিয়াজকে সহায়তাকারী হুয়ান কুয়াদ্রাদো।

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর