হোম > খেলা > ফুটবল

সালাহ-মানেদের রোজায় সুবিধা দিতে অনুশীলনের সময় বদলেছে লিভারপুল

কদিন আগে রোজা রেখে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। ইউরোপীয় ফুটবলে রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের রোজা ও খেলার মধ্যে সমন্বয় করে চলতে হয়। অনেক সময় খেলার মাঠেই খেলোয়াড়দের ইফতার করে রোজা ভাঙতে দেখা গেছে। 

তবে দলে থাকা মুসলিম খেলোয়াড়দের সুবিধা করে দিতে এবার অনুশীলনের সময় বদলেছে লিভারপুল কর্তৃপক্ষ। রোজায় নিজেদের সুবিধামতো অনুশীলনের সূচি পাওয়ার কথা জানিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার সাদিও মানে। মানে ছাড়াও লিভারপুলের অন্য মুসলিম ফুটবলারের মধ্যে আছেন মোহামেদ সালাহ, নেবি কেইটা, ইব্রাহিমা কোনাটে। এই খেলোয়াড়দের সুবিধার জন্য অনুশীলন সূচি বদলানোর যে প্রস্তাব তাতে অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও কোচ ইয়ুর্গেন ক্লপ সম্মতি দেওয়ায় রোজা রেখেও অনুশীলন চালিয়ে যেতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মানে। 

সেনেগালের তারকা ফুটবলার মানে বলেন, ‘এটা একেবারেই সহজ নয়। রমজানে রোজা ও অনুশীলন একসঙ্গে করা অনেক কঠিন। তাই রমজানের আগে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলেছি। আমরা তাঁদের বলেছি সকালে অনুশীলন করা যায় কি না। এটা আমাদের জন্য সহজ। যদি আপনি সকালে অনুশীলন করেন, তবে পরে বিশ্রাম ও বাসায় যাওয়ার সময় পাওয়া যায়। যদি ২টা বা ৩টার দিকে অনুশীলন শুরু করেন, তবে সেটা কঠিন হয়ে যায়। তখন কোচ তাতে সম্মতি দেন। এটা আমাদের জন্য কাজটা সহজ করেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’ 

ম্যাচের দিন কীভাবে সামলান জানতে চাইলে মানে বলেন, ‘এটা সহজ না। কিন্তু সব সময়ের মতো ম্যাচের দিনটা বিশেষ কিছু। রোজা রেখে এটা কঠিন, তবে লিভারপুল আমাদের জন্য সব সহজ করার চেষ্টা করেছে। আমরা আমাদের পুষ্টিবিদ মোনার সঙ্গে কথা বলি। বিশেষ করে ম্যাচের আগের দিন। সে আমাদের জন্য সব সহজ করে দেয়, যেন আমরা রোজা রাখতে পারি।’ 

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু