হোম > খেলা > ফুটবল

১১ বছর পর এসি মিলানের উৎসব

এক সময়ের পরাশক্তি তারা। শক্তি হারিয়ে ধুঁকছিল অনেক দিন ধরে। লম্বা সময় দিগ্ভ্রান্ত হয়ে ছুটছিল এসি মিলান। অবশেষে অন্ধকার টানেলের শেষে গিয়ে আলোর দেখা পেল মিলান। জিতলেই শিরোপা, এমন সমীকরণে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র শিরোপার দেখা পেল মিলান। 

এদিন শিরোপা দৌড়ে মাঠে নেমে এসি মিলান ও ইন্টার মিলান। মিলান জিতেলই শিরোপা। আর পয়েন্ট হারালে বল চলে ইন্টারের কোর্টে। তবে সেই ঝুঁকিতে গেলে শিরোপা হারাতে হতো মিলানকে। ইন্টারও নিজেদের ম্যাচে ৩-০ গোলে জিতেছে। তাই প্রতিবেশীদের কোনো সুযোগ না দিয়ে শিরোপা ঠিকই পুনরুদ্ধার করে নিল মিলান। 

ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটেই ৩ গোলের লিড নেয় এসি মিলান। ১৭ ও ৩২ মিনিটে জোড়া গোলে মিলানকে এগিয়ে দেন মিলান। ৪ মিনিট পর ফ্রাঙ্ক কেসিয়ে করেন তৃতীয় গোল। প্রথমার্ধে পাওয়া এই তিন গোলেই একরকম শিরোপা নিশ্চিত করে ফেলে মিলান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শিরোপা নিয়ে মাঠ ছাড়ে সিলভিও পিউলির দল। 

বিপরীতে সাম্পদোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোল শূন্য সমতায় থাকে ইন্টার। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে তিন গোল করে তারাও মিলানের মতো ৩-০ গোলের লিড নেয়। শেষ পর্যন্ত জয়ও পায় তারা। তবে তাতেও ঠেকানো যায়নি মিলানের শিরোপা জয়। 

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন