হোম > খেলা > ফুটবল

ফিক্সিংয়ের দায়ে কড়া শাস্তি পেল আরামবাগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০১৯ সালের ক্যাসিনো কেলেঙ্কারি। এরপর প্রিমিয়ার লিগ ফুটবল থেকে অবনমন। দুই ধাক্কা সামলে ওঠার আগেই আরেক ধাক্কায় টালমাটাল আরামবাগ ক্রীড়া সংঘ। অনলাইন বেটিং বা স্পট ফিক্সিংয়ের দায়ে আগামী দুই মৌসুম আরামবাগকে প্রথম বিভাগ ফুটবলে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

গত বছরের ডিসেম্বরে ডাগআউটে ফোন ব্যবহার করে সন্দেহের জন্ম দেন আরামবাগের ততকালীন ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য। আরামবাগসহ এবারের লিগ থেকে অবনমন হওয়া আরেক দল ব্রাদার্স ইউনিয়নের পাঁচটি ম্যাচ ছিল সন্দেহের আওতায়। এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকেও তদন্তের জন্য চিঠি পাঠানো হয়েছিল বাফুফেকে। 

অভিযোগের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় আরামবাগকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাফুফে। এক মাসের মধ্যে এই টাকা জমা দিতে হবে ক্লাবকে। আগামী দুই মৌসুম আরামবাগকে নামিয়ে দেওয়া হয়েছে প্রথম বিভাগ ফুটবল লিগে। উন্নতি হলেও আরামবাগকে খেলতে হবে প্রথম বিভাগেই। যদি প্রথম বিভাগেও অবনমন হয় তাহলে দ্বিতীয় বিভাগে খেলতে হবে তাদের। 

শাস্তি পেয়েছেন আরামবাগের সাবেক কর্মকর্তারাও। আজীবন নিষিদ্ধ হয়েছেন দলটির সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক ম্যানেজার গওহর জাহাঙ্গীর, ভারতীয় ফিটনেস ট্রেইনার মাইদুল ইসলাম শেখ ও সহকারী ম্যানেজার আরিফ হোসেন। ভারতীয় ফিটনেস ট্রেনার সঞ্জয় বোস, ভারতীয় এজেন্ট আজিজুল হক নিষিদ্ধ হয়েছেন ১০ বছরের জন্য। ক্লাবের সাবেক গোলরক্ষক আপেল মাহমুদ নিষেধাজ্ঞা পেয়েছেন পাঁচ বছরের জন্য। 

এক অস্ট্রেলিয়ানসহ তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আরামবাগের আট ফুটবলার। নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা ক্রিস্টোফারসহ দুই বছরের জন্য সব ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন পাঁচ ফুটবলার।

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে