হোম > খেলা > ফুটবল

ফাইনালে মজাদার নাচের কারণ বললেন আর্জেন্টিনার মার্তিনেজ

কাতার বিশ্বকাপের ফাইনালের মধ্যমণি যেন এমিলিয়ানো মার্তিনেজ। পাঁচ মাস পেরিয়ে গেলেও ফাইনাল নিয়ে আলোচনা জিইয়ে রয়েছে মার্তিনেজের কারণে। সেই ফাইনালে এক মজাদার নাচের কারণ বললেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। 

গত বছরের ১৮ ডিসেম্বর লুসাইলে ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। ফ্রান্সের প্রথম গোল দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে এরপর টানা দুই গোল মিস করে ফরাসিরা। কিংসলে কোমানের শট আটকে যায় মার্তিনেজের গ্লাভসে। আর অরেলিয়েঁ চুয়ামেনির শট গোলপোস্টে লেগে চলে যায় বাইরে। ফ্রান্সের এই পেনাল্টি মিসের করার পর গোললাইনের পাশে হেলেদুলে নেচেছেন মার্তিনেজ। নিজের মধ্যে শিশুসুলভ অনুভূতি চলে আসায় এভাবে নেচেছেন বলে জানিয়েছেন তিনি। বিবিসিকে আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘লোকজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি এই নাচ অনুশীলন করছিলাম কি না। না (নাচের অনুশীলন)। দ্বিতীয় পেনাল্টি মিসের পর যেভাবে নেচেছি, জীবনে কখনো এভাবে নাচিনি। মাঠের মধ্যে আমি শিশু হয়ে গিয়েছিলাম। এরপর কি হতে যাচ্ছে তা আমি দেখতে পাচ্ছিলাম না।’ 

মার্তিনেজের নৈপুণ্যেই ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ‘চীনের মহাপ্রাচীরের’ মতো আকাশী-নীলদের গোলপোস্ট সামলেছেন মার্তিনেজ। জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। গোল্ডেন গ্লাভসের পুরস্কার হাতে নিয়ে মজাদার অঙ্গভঙ্গি করেছেন তিনি। যা নিয়ে এরপর হয়েছে অনেক আলাপ-আলোচনা। গোল্ডেন গ্লাভসের পর এ বছরের ফেব্রুয়ারীতে প্যারিসে ‘ফিফা দ্য বেস্টের’ বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’