নাচ-গানে মেতে উঠেছে আল-বায়েত স্টেডিয়াম। আতশবাজি আর বিশ্বকাপ আলোয় ঝলমলে কাতারের আল-খোর শহর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ২২ তম ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করছেন আমেরিকান সুপারস্টার মরগান ফ্রিম্যান।
কানায় কানায় পূর্ণ ৬০ হাজার ধারণক্ষমতার আল-বায়েত স্টেডিয়াম। বিটিএস খ্যাত পপ তারকা জুংকুক এবং কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসিকের পারফর্ম মাতিয়ে তুলেছে দর্শকদের।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন: