চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জয়ের চেয়ে পরাজয়েই এগিয়ে চেলসি। দলবদলের বাজারেও এর প্রভাব পড়েছে। নতুন মালিকের অধীনে পুরো দলকেই নতুন করে গোছাতে হচ্ছে। সে লক্ষ্যেই ইতিমধ্যেই ৩৫০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করে ফেলেছে নতুন মালিক টড বোহেলি। তবু মাঠের খেলায় জয় ধরা পড়ছে না।
বিশ্বকাপের পর আর্জেন্টাইন তরুণ এনজো ফার্নান্দেজের জন্য ৮০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেও যখন খালি হাতে ফিরতে হয়েছে, তখন কিছুটা মন খারাপই হয়েছিল চেলসির। কিন্তু এবার আর্সেনালের বিপক্ষে দলবদলের বাজারে জিততে চলেছে ব্লুজরা। আর্সেনালের শীতকালীন দলবদলের লক্ষ্যে মিখাইলো মুদ্রিককে ছিনিয়ে নেওয়া চূড়ান্ত করে ফেলেছে চেলসি।
ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানে জানিয়েছেন, আর্সেনালের ৭০ মিলিয়ন ইউরো দামের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর চেলসি ১০০ মিলিয়ন ইউরো দাম দিয়ে কিনে নিচ্ছে এই ইউক্রেনীয় উইঙ্গারকে।
শাখতার দোনেৎস্কের ফরোয়ার্ড মিখাইলো মুদ্রিকেরও প্রথম পছন্দ ছিল আর্সেনাল। কিন্তু দর-কষাকষিতে না পারায় এখন চেলসিতেই যেতে হচ্ছে তাঁকে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, ইতিমধ্যে লন্ডনে এসে পৌঁছেছেন মুদ্রিক। আজকেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চুক্তির আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবে চেলসি।