সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড এর। গত রাতে বার্নলির বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদো'রা এখন আছেন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।
ইংল্যান্ডের এই জায়ান্ট ক্লাবের পিছিয়ে পড়ার শুরুটা ২০১৩ সাল থেকে। এই সময়ে দলবদলের বাজারেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ‘রেড ডেভিল’দের। সব মিলিয়ে গত দশক ধরেই এলোমেলো ম্যানইউ।
গত এক দশকে ক্ষতির এই তালিকায় ম্যানইউর পরে আছে তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ক্ষতির এই তালিকায় আছে লিওনেল মেসি'র সাবেক ও বর্তমান ক্লাব। তিন নম্বরে বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই আর চারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তালিকার পাঁচ নম্বরে আছে আর্সেনাল।