হোম > খেলা > ফুটবল

আগেই মেসির জার্সি চেয়ে রাখলেন পোলিশ ফুটবলার

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। পৃথিবীতে যাঁর অগণিত ভক্ত। ভক্তের তালিকায় শুধু সমর্থক নন আছেন অনেক ফুটবলারও। এবারের বিশ্বকাপে তেমনি এক ফুটবল ভক্তের সন্ধান মিলেছে। সেই ভক্ত আবার কাতার বিশ্বকাপে মেসির প্রতিপক্ষ। 

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবেন ম্যাটি ক্যাশ। প্রথম বিশ্বকাপে খেলতে এসেই প্রিয় ফুটবলার মেসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের বিপক্ষে খেলে তো ধন্য হবেন সেই সঙ্গে একটি স্মৃতি রেখে দিতে চাচ্ছেন তিনি। এর জন্য ক্লাব সতীর্থের সহায়তা চেয়েছেন এই ডিফেন্ডার। মেসির জার্সির জন্য অনুরোধ করেছেন অ্যাস্টন ভিলার সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজকে। 

এবারে বিশ্বকাপে পোল্যান্ডের হয়ে রক্ষণভাগ সামলাবেন ক্যাশ। পজিশনের কারণে তাই প্রিয় ফুটবলারকেও বোতল বন্দী করে রাখার দায়িত্বও তাঁর। এ দায়িত্ব পালনের আগে অবশ্য মেসির জার্সি চেয়ে রেখেছেন তিনি। এ জন্য আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজের সহায়তা চেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে একই দলের হয়ে খেলার কারণে দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বও হয়েছে। 

বিশ্বকাপ নিয়ে ক্যাশ ও মার্তিনেজের মধ্যে কী আলোচনা হয়েছে তার বিষয়ে পোলিশ ডিফেন্ডার বলেছেন, ‘কে জিতবে সে নিয়ে কথা হয়নি। তবে তার কাছে মেসির জার্সি চেয়ে রেখেছি। যদি তার সম্ভব হয় তবে।’ 

এরপর মাঠের খেলা নিয়ে ক্যাশ বলেছেন, ‘অবশ্যই, যখন মাঠে নামব তখন আমরা প্রতিপক্ষ। যদিও আমরা ক্লাবে সতীর্থ। টুর্নামেন্টে কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামব আমরা।’ 

টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড। দল দুটি বিশ্বকাপে মুখোমুখি হবে ৩০ নভেম্বর। তাই আশা করা যায়, সেদিন ক্যাশের আশা পূরণ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। ‘সি’ গ্রুপের বাকি দল হচ্ছে সৌদি আরব ও মেক্সিকো। 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী