হোম > খেলা > ফুটবল

প্রথমার্ধে আর্জেন্টিনা-কলম্বিয়া কোনো দলই সুযোগ কাজে লাগাতে পারল না 

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালটা আর্জেন্টিনার জন্য কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার। অন্যদিকে কলম্বিয়ার জন্য সেটা ২৩ বছরের অপেক্ষা ফুরোনোর। আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি।

আন্তর্জাতিক ফুটবলে আজই শেষবারের মতো নামছেন আনহেল দি মারিয়া। দি মারিয়া, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, এমিলিয়ানো মার্তিনেজদের ফাইনালের প্রথম একাদশে রেখেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলতে থাকে আর্জেন্টিনা-কলম্বিয়া। একেবারে প্রথম দিকেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ১ মিনিটে গঞ্জালো মন্তিয়েলের ক্রস থেকে ডান পায়ে শট নিলেও লক্ষ্য ভেদ করতে পারেননি হুলিয়ান আলভারেজ। শুরুতে আকাশি-নীলদের ব্যর্থতার পরপরই আর্জেন্টিনার ওপর পাল্টা আক্রমণ করে কলম্বিয়া। ৫ মিনিটে রিকার্ডো রিওসের অ্যাসিস্টে ডান পায়ে শট নেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। তবে আর্জেন্টিনার বাজপাখি গোলরক্ষক মার্তিনেজ তা প্রতিহত করেছেন। 

৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। সান্টিয়াগো আরিয়াসের হেড থেকে পাস রিসিভ করে ডান পায়ে শটও নেন জন কর্ডোবা। তবে দুর্ভাগ্যজনকভাবে গোলপোস্টের বাঁ পাশে লেগে ফিরে যায়। কলম্বিয়ার সুযোগ মিসের মহড়ায় পাল্টা আক্রমণে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ২০ মিনিটে দি মারিয়ার পাস রিসিভ করে মেসি শট নেন। তবে বক্সের মধ্যে আলভারেজের পা লেগে যাওয়ার পর খুব সহজেই সেটা প্রতিহত করেন কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। 

আর্জেন্টিনার সহজ সুযোগ হারানোর পর কলম্বিয়া লাগাতার আক্রমণ করেও লক্ষ্য ভেদ করতে পারেননি। নিজেদের ফিনিশিং দুর্বলতা তো ছিলই, পাশাপাশি মার্তিনেজ গোলপোস্টের সামনে বরাবরের মতোই ‘চীনের মহাপ্রাচীর’ হিসেবে আগলে রেখেছেন। প্রথমার্ধের শেষে অবশ্য গোল পেতে পারত আর্জেন্টিনা। ৪৪ মিনিটের সময় সেটপিস থেকে মেসির ক্রসে নিকোলাস তাগলিয়াফিকো হেড দিলেও তা বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। 

বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল। তবে দর্শকদের বিশৃঙ্খলার কারণে দুই দফা পিছিয়ে ৮০ মিনিট দেরিতে শুরু হয়। প্রথমে যখন সময়মতো খেলা শুরু করা গেল না, তখন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটের কথা বলা হয়েছিল। তবে ঝামেলা মিটতে দেরি হওয়ায় ৫০ মিনিট দেরিতে ৭টা ২০ মিনিটে কোপার শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হয়েছে। 

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক