হোম > খেলা > ফুটবল

মেসিদের ‘গোট’ দিয়ে বরণ করলেন আগুয়েরো 

গ্রেটেস্ট অব অল টাইম—বহুল পরিচিত এই উপাধি লিওনেল মেসি অনেক আগে পেয়েছেন। ভক্ত-সমর্থক থেকে শুরু করে অনেকে আদর করে মেসিকে ডাকেন ‘গোট’ বলে। উপাধির সঙ্গে সামঞ্জস্য রেখেই মেসিসহ আর্জেন্টিনা দলকে স্বাগত জানিয়েছেন সার্জিও আগুয়েরো।

আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে পরশু বাংলাদেশ সময় ভোরে শুরু হচ্ছে ২০২৪ কোপা আমেরিকা। কোপার শিরোপা ধরে রাখতে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ফুটবল দল এরই মধ্যে পৌঁছে গেছে সবশেষ দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়ে। ২০২১ সালে ফুটবল ছাড়লেও আর্জেন্টিনা কোনো মেজর টুর্নামেন্ট খেললে আগুয়েরো থাকেন সব সময়ই। আলবিসেলেস্তেদের স্বাগত জানাতে আগুয়েরো গতকাল রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তিনি নিজে আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায় ছিলেন। দুই হাতে যে দুটি ছাগল ধরেছেন, দুটির গায়ে আর্জেন্টিনার জার্সির আদলে কাপড় জরানো ছিল। আগুয়েরো লিখেছেন, ‘আপনার মতে এই ছাগল দুটি কে? আপনি মন্তব্য করুন। আমি পড়ব। আরও স্পষ্ট করে বললে সেগুলো লিও। এখন হচ্ছে গোট মৌসুম।’ হ্যাশট্যাগ দিয়েছেন ছাগলগুলো চলে এসেছে।’

আগুয়েরো বর্তমানে অনলাইন বেটিং কোম্পানি ‘স্টেকের’ শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। দুটি ছাগলের গায়ে জড়ানো কাপড় ও নিজের জার্সি—তিনটিতেই ছিল কোম্পানির লোগো। স্টেককে আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড বলেন, ‘আমি গোটের সঙ্গে খেলেছি এবং তার মতো কারও সঙ্গে খেলা আসলেই দারুণ কিছু। যদি আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতে, তাহলে অন্যতম সেরা দলের একটা ছাপ রেখে যাবে।’

২০২১ সালে সবশেষ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। মারাকানার সেই ফাইনালের দলে না থাকলেও সেবার খেলেছিলেন আগুয়েরো। শিরোপা ধরে রাখার অভিযান কতটা চাপের, সেই প্রসঙ্গে স্টেককে সাবেক এই ফুটবলার বলেন, ‘আর্জেন্টিনা সব সময়ই প্রতিদ্বন্দ্বী। তবে চাপ? আমি সেটা মনে করি না। এটার সঙ্গে আমরা অভ্যস্ত। এখন এটা হচ্ছে দল হিসেবে আমরা যে একটা ধারণা তৈরি করেছি, সেটা বজায় রাখা। এ কারণেই তো আমরা জিতেছি।’

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

ম্যাচ জিতেও অসন্তুষ্ট রিয়াল কোচ

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি