হোম > খেলা > ফুটবল

সালাহ-ফিরমিনোয় দুর্দান্ত লিভারপুল, সালজবুর্গে কাঁপল বায়ার্ন

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল 'অল রেড'রা। লিভারপুলের জয়ে লক্ষ্যভেদ করেছেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। অন্য ম্যাচে সালজবুর্গের মাঠে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে ফেবারিট বায়ার্ন মিউনিখ। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ইন্টারের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে যায় লিভারপুল। ইন্টারকে বেশ চাপে রাখেন সালাহ-মানে-জোতারা। একাধিকবার গোলের কাছাকাছিও পৌঁছে যায় তাঁরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি কোনোভাবেই পাওয়া হচ্ছিল না। এরপর লিভারপুলের আক্রমণের মুখে প্রতি-আক্রমণের কৌশলে সুযোগ তৈরির চেষ্টা করে ইন্টারও। ম্যাচের প্রথম সহজ সুযোগটিও আসে তাদের সামনে। তবে ইন্টারের সেই প্রচেষ্টা প্রতিহত হয় বারে লেগে। খুব কাছে গিয়েও তাই হতাশ হতে হয় ইন্টারকে। প্রথমার্ধের বাকি সময় দাপট দেখিয়েও গোল আদায় করতে পারেনি লিভারপুল। 

বিরতির পর লিভারপুলের চেয়ে ইন্টারের দাপটই ছিল বেশি। এ সময় বেশ কিছু সুযোগও তৈরি করে তারা। কিন্তু কাছাকাছি গিয়েও হতাশ হয়েছে স্বাগতিকদের। কিছুটা চাপে থাকা অবস্থাতেই কাঙ্ক্ষিত প্রথম গোলটি আদায় করে নেয় লিভারপুল। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন বদলি হিসেবে নামা রবার্তো ফিরমিনো। এরপর ইন্টারকে চাপে রেখে দ্বিতীয় গোলও পেয়ে যায় লিভারপুল। এবার লিভারপুলকে গোল এনে দেন মোহামেদ সালাহ। এই ২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।

সালজবুর্গের মাঠে শুরুতেই পিছিয়ে যায় বায়ার্ন, পরে ম্যাচের ৯০ মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান কিংসলে কোমান।

পাকিস্তানের কাছে হেরে লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’