হোম > খেলা > ফুটবল

এখনো ম্যারাডোনার মৃত্যু মানতে পারছেন না মেসি

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পূরণ হলো আজ। গত বছরের এই দিনে ফুটবলবিশ্বকে স্তব্ধ করে পৃথিবীকে বিদায় জানান ফুটবলের এই অনন্য জাদুকর। ম্যারাডোনা নেই, তবে না থেকেও ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ঠিকই রয়ে গেছেন তিনি। মৃত্যুর এক বছর পর বুয়েন্স এইরেস-নেপলস ছাড়িয়ে তাঁকে স্মরণ করছেন বিশ্বব্যাপী কোটি ভক্ত-সমর্থকেরা। 

বুধবার ঘড়ির কাঁটা রাত ১২টা পেরোতেই শুরু হয় ম্যারাডোনাকে স্মরণ। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে ম্যারাডোনাকে স্মরণ করেছেন। অনেকে তাঁর জাদুকরী মুহূর্তের ভিডিও শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। 

নানা আয়োজনে সর্বকালের অন্যতম সেরা এই তারকার প্রতি শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছিল আরও আগে থেকেই। বুয়েন্স এইরেস ও নেপলস শহরে কদিন ধরেই বাড়ছিল ম্যারাডোনার ভক্তদের ভিড়। বার্তা সংস্থা রয়টার্সকে এজকুয়েল রোজি নামে এক ভক্ত বলেন, ‘ডিয়েগো আমাদের অনেক কিছু অনুভব করতে শিখিয়েছেন। এটা খুব দারুণ ব্যাপার যে একটি শিশু কোনো কিছু ছাড়াই শুরু করে হঠাৎ করেই সব পেয়ে যায়। তিনি আমাদের এই স্বপ্ন দেখতে শিখিয়েছেন যে আমরাও চাইলে যে কোনো কিছু অর্জন করতে পারি।’ 

ম্যারাডোনাকে স্মরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। তিনি বলেন, ‘মনে হচ্ছে গতকালের ঘটনা। অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটা অবিশ্বাস্য যে তার মৃত্যুর এক বছর পেরিয়ে গেছে। কখনো কখনো মনে হয় তাঁকে আবার টিভিতে বা সাক্ষাৎকার দিতে দেখা যাবে।’ 

এদিকে ম্যারাডোনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নেপলস ও বুয়েন্স এইরেস কর্তৃপক্ষ। নেপলসে আজ উদ্বোধন করা হবে ম্যারাডোনার দুটি নতুন মূর্তি। 

আর আর্জেন্টিনার ক্লাব ম্যাচগুলোতে আজ খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি ক্লাবগুলোর খেলোয়াড়েরা ম্যারাডোনার ১০ নম্বর জার্সির মতো করে মাঠে দাঁড়িয়ে তাঁকে স্মরণ করবেন। আর্জেন্টিনা ফুটবল লিগ ম্যারাডোনা স্মরণে বানিয়েছে একটি ভিডিও চিত্রও। 

পাকিস্তানের কাছে হেরে লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন, হামলাকারীর রহস্যময়ী বার্তা

জয়ের পরও বার্সেলোনার একাধিক দুশ্চিন্তা, হ্যারি কেনের পেনাল্টি মিস

এক সাবিনার কাছেই উড়ে গেল শ্রীলঙ্কা

আমিও একজন মানুষ: দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনিসিয়ুস

শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

ক্রিকেটে টান নেই মাশরাফির

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’