হোম > খেলা > ফুটবল

ফ্রান্সকে কাঁদিয়ে সেমিফাইনালে ব্রাজিল, কোয়ার্টারেই গল্প শেষ কানাডার

লাল কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার মার্তা। তাঁর না খেলার দিনে নকআউট পর্বের বাধা পেরিয়েছে ব্রাজিল। প্যারিস অলিম্পিকে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। 
 
নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই হয়েছে গত রাতে। বিজোর স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল পেয়েছে ১-০ গোলের জয়। অন্যদিকে কানাডা নারী ফুটবল দল ৬ পয়েন্টের নিষেধাজ্ঞাসহ নানা বাধা পেরিয়ে কেটেছিল প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাদের গল্প কোয়ার্টারেই শেষ হয়ে গেছে জার্মানির কাছে হেরে। 

বিজোর স্টেডিয়ামে গত রাতে দীর্ঘ সময় ধরে গোল হচ্ছিল না ফ্রান্স-ব্রাজিল ম্যাচে। সেই ম্যাচে জয়সূচক গোলটি ৮২ মিনিটে করেন ব্রাজিলের ফরোয়ার্ড গাবি পুর্তিলহো। ফ্রান্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করেন পুর্তিলহো। ফরাসি গোলরক্ষক কনস্ট্যান্স পিকাউড রীতিমতো তাজ্জব বনে যান। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় ফ্রান্স নারী ফুটবল দলকে। প্যারিস অলিম্পিকের নারী ফুটবলের সেমিফাইনালে ব্রাজিল পাচ্ছে স্পেন নারী ফুটবল দলকে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-স্পেন সেমি। 

লিওঁ স্টেডিয়ামে নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে স্পেন-কলম্বিয়া রুদ্ধশ্বাস লড়াই হয়েছে। মূল ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। স্প্যানিশরা ৪-২ গোলে জয় পেয়েছে। মার্শেইতে কানাডা-জার্মানি নারী ফুটবল ম্যাচটা প্রথমে গোলশূন্য ড্র হয়েছে। পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জয় পেয়েছে জার্মানি। জার্মানি সেমিতে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে জাপানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। 

২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী)  সেমিফাইনাল

ম্যাচ                               তারিখ          বাংলাদেশ সময়
জার্মানি–যুক্তরাষ্ট্র                ৬ আগস্ট            রাত  ১০টা
ব্রাজিল-স্পেন                     ৬ আগস্ট           রাত ১টা

আরও পড়ুন:

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ