তিন দশকের পুরোনো মামলায় সাবেক ভারতীয় ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাস্তায় গাড়ি সরানোকে কেন্দ্র করে গুরনাম সিংকে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছিল সিধুর বিরুদ্ধে। সেই আঘাতেই শেষ পর্যন্ত মৃত্যু হয় গুরুতর আহত গুরনামের। হত্যা মামলা হয় ভারতের সাবেক ওপেনারের বিরুদ্ধে।
৩৪ বছর আগে সেই দুর্ঘটনায় প্রথমে অল্প জরিমানায় পার পেয়েছিলেন সিধু। ১৯৯৯ সালে পাতিয়ালা ট্রায়ালে উপযুক্ত প্রমাণের অভাবে মুক্তি পান তিনি। পরে ইচ্ছাকৃতভাবে আঘাতের মামলা করা হয় নিহতের পরিবার থেকে। ২০০৬ সালে সিধুকে ১ লাখ রুপি জরিমানা ও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ২০০৬ সালে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন সিধু। ১৬ বছর পর সিধুকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।
ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতির মাঠেই ব্যস্ত থেকেছেন সিধু। ছিলেন পাঞ্জাব প্রদেশের কংগ্রেসের প্রধান। আদালতের এই রায়ের পর রাজনীতির ময়দান থেকে অবসরে যেতে হতে পারে তাঁকে।
খেলা সম্পর্কিত পড়ুন: