২০২৩ আইপিএল আজ শুরু হলেও কলকাতা নাইট রাইডার্সের খেলা শুরু আগামীকাল। মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে কলকাতা। তবে কলকাতার ফেসবুক পেজে সাকিব আল হাসান ও লিটন দাসের নাম দেখা যায়নি।
আজ কলকাতা তাদের ফেসবুক পেজে ২৬ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। ক্যাপশন দিয়েছে, ‘এগিয়ে চল। আমরা অপেক্ষা করছি।’ আগামীকাল ম্যাচের জন্য একাদশ বাছাই করার কথা বলা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নবী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, লকি ফার্গুসনদের মতো তারকাদের নাম ছিল। তবে ২৬ জনের দলে নেই সাকিব ও লিটনের নাম। ফেসবুক পেজে যে দলটা দেওয়া হয়েছে, তা মূলত ২০২২ এর। শ্রেয়াস আয়ারকে অধিনায়ক দেখানো হয়েছে। কিন্তু এবারে কলকাতার অধিনায়ক নীতিশ রানা। আর গত বছর সাকিব-লিটনদের কেউই আইপিএলে দল পাননি।
আরও খবর পড়ুন: