হোম > খেলা > ক্রিকেট

পরের বছর চ্যাম্পিয়নস লিগে ফাইনালের টিকিট কেটে রাখতে বললেন ক্লপ

এই তো কদিন আগেই অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে জিতেও লিগ শিরোপা হাতছাড়া হয়েছে লিভারপুলের। মাত্র ১ পয়েন্টের জন্য লিগ শিরোপা জিততে না পারার ক্ষত না শুকানোর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও শেষ হাসি হাসতে পারলেন না ক্লপ। পুরো ম্যাচে দাপট দেখিয়েও প্যারিসে রাতটা নিজেদের করে নিতে পারেননি এই জার্মান কোচ। শিরোপা ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে পরের মৌসুমে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।

ক্লপ এখনই জানিয়ে দিয়েছেন, পরের বছরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আবারও খেলবে তার দল। এজন্য ভক্তদের আগামী বছরের ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের টিকিট কেটে রাখতে বলেছেন তিনি। এর আগে অবশ্য এমন গল্প একবার লিখেছিলেন ক্লপ। ২০১৮ সালে ফাইনালে এই রিয়ালের কাছেই হেরে পরের বছরই শিরোপা জিতেছিল লিভারপুল। আগামী বছরও তেমন কিছুই করে দেখানোর ইচ্ছা ক্লপের।

রিয়ালের কাছে শিরোপা হারের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘এই ছেলেরা দারুণ লড়াকু। অসাধারণ একটা দল আমাদের। আগামী মৌসুমে আমরা আবার একটা অসাধারণ গ্রুপ নিয়ে ঝাঁপিয়ে পড়ব। অন্যদের চেয়ে একটু বেশিই চেষ্টা করতে হবে আমাদের, তবে সেটা সমস্যা নয়। আগামী বছর ফাইনালটা কোথায়? ইস্তাম্বুল। হোটেল বুক করে রাখুন।’

দল হারলেও শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ। একই সঙ্গে কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও। আর প্রতিপক্ষকে নিয়ে ক্লপের মূল্যায়ন,‘যখন একজন গোলরক্ষক ম্যাচসেরা খেলোয়াড় হয়, তখন বুঝতে হবে প্রতিপক্ষ দল কিছু ঠিকঠাক করতে পারেনি। কোর্তোয়া অবিশ্বাস্য তিনটি সেভ করেছে, কিন্তু যেভাবে আমরা খেলেছি, তাতে এ ধরনের সুযোগ আরও বেশি পেলে আমার ভালো লাগত।’

লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন