হোম > জাতীয়

ড. ইউনূসকে নিয়ে পোস্ট দেওয়া সেই সহকারী কমিশনার তাপসীকে ওএসডি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় রয়েছেন তিনি। 

ওএসডির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। তবে, নির্দেশনা এখনো হাতে আসেনি।’ 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি সম্প্রতি ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’ 

পোস্টের বিষয়ে জানতে চাইলে উর্মি বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। বিভিন্ন কারণে দেওয়া হতে পারে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয় আমি আর কোনো মন্তব্য করতে চাই না।’ 

তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে আইডিতে দেখা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন। 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে। তাঁর বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয়ই নেবে।’

আরও খবর পড়ুন:

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন