হোম > চাকরি > সরকারি

নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ৪৩০

চাকরি ডেস্ক 

জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাহিনীটিতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছেন। আগ্রহী যেকোনো জেলার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১১ সেপ্টেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।

পদসংখ্যা: ২৮০টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ]।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।

পদের নাম: রেগুলেটিং।

পদসংখ্যা: ১২টি (পুরুষ), ৮টি (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ]।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।

পদের নাম: রাইটার।

পদসংখ্যা: ১৮টি (পুরুষ), ৪টি (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ]।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

পদের নাম: স্টোর।

পদসংখ্যা: ১৪টি (পুরুষ), ৪টি (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ]।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

পদের নাম: মিউজিশিয়ান।

পদসংখ্যা: ৮টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ]।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

পদের নাম: মেডিকেল।

পদসংখ্যা: ১০টি (পুরুষ), ৬টি (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

পদের নাম: কুক।

পদসংখ্যা: ২৫টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ)।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

পদের নাম: স্টুয়ার্ড।

পদসংখ্যা: ১০টি (পুরুষ), ৮টি (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ)।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

পদের নাম: টোপাস।

পদসংখ্যা: ১৫টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

পদের নাম: এমওডিসি (নৌ)।

পদসংখ্যা: ৮টি (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ)।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)।

আবেদন ফি: ৩০০ টাকা

বেতন ও ভাতা: সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ৫ অক্টোবর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল

জ্বালানি কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা ৩১ জানুয়ারি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম