তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তিনটি পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২০ জন প্রার্থী হয়েছেন। মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) শাহেদ মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনটি পদ হলো, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর মন্ত্রণালয়ের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে সরকারি সব বিধিবিধান অনুসরণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিয়োগাদেশ জারি করা হবে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো ত্রুটি পরিলক্ষিত হলে, তা সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।