বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের চারটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। পদগুলো হলো: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেইনটেনেন্স (ইলেকট্রিক্যাল), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জিএসই) মেইনটেনেন্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জিএসই) প্ল্যানিং এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জিএসই) কোয়ালিটি কন্ট্রোল।
এই চারটি পদে উত্তীর্ণ ৪৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি শিগগিরই এসএমএস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে অবহিত করা হবে।