হোম > চাকরি > সরকারি

আইএসপিআরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) রাজস্ব খাতভুক্ত ১০ম গ্রেডে সহকারী তথ্য অফিসার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত শনিবার (৩১ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয় উপসচিব (প্রশাসন) আবু হাসনাত মো. মঈনউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ৩০ মে আইএসপিআরের সহকারী তথ্য অফিসার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৬ প্রার্থী অংশগ্রহণ করেছেন। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩১ মে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন।

লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ২ জন প্রার্থীকে মনোয়ন দেওয়া হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদ্বয়ের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরাসরি নিয়োগ/পদোন্নতি/টাইম স্কেল/সিলেকশন গ্রেড প্রদানবিষয়ক কমিটির সুপারিশের আলোকে তাঁদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের অনুকূলে প্রচলিত বিধিবিধান অনুযায়ী নিয়োগপত্র পাঠানো হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি

কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল

জ্বালানি কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের পরীক্ষা ৩১ জানুয়ারি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষার সূচি, প্রার্থী ৬১১৩

স্থানীয় সরকার বিভাগের ৪ পদের ফল প্রকাশ