মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) ১৪-২০তম গ্রেডের ‘পরিচ্ছন্নতাকর্মী’ পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১৬ ও ১৭ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমইএসের নির্বাহী প্রকৌশলী মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দুই দিনে এতে ৬২৪ জন প্রার্থী অংশ নেবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৫ জুন থেকে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রার্থীরা এ ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচ্ছন্নতাকর্মী পদের মৌখিক পরীক্ষা আগামী ১৬ ও ১৭ জুলাই সকাল ৯টা থেকে ঢাকা সেনানিবাস এমইএস আইবিতে অনুষ্ঠিত হবে। এর আগে, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।