হোম > চাকরি > সরকারি

পর্যটন করপোরেশনের লিখিত পরীক্ষা ২৬ জুলাই

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পদে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৩১৯ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৬ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) খালিদ মেহেদী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-৯), সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (গ্রেড-১১), সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা (গ্রেড-১১), হিসাবরক্ষক (গ্রেড-১৩)।

এর আগে, ১৯ জুলাই এসব পদে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০ জুলাই এসব পদের ফলাফল প্রকাশিত হয়। এতে মোট ১ হাজার ৩১৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা ২৬ জুলাই সকাল ১০টায় সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্র লিখিত পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরীক্ষার ফল প্রকাশ

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষার সূচি, প্রার্থী ৬১১৩

স্থানীয় সরকার বিভাগের ৪ পদের ফল প্রকাশ

৬৭ হাজার শিক্ষকের বড় নিয়োগ

দুদকের নিয়োগ পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি

পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা ১৬ জানুয়ারি

ইসলামিক ফাউন্ডেশনের পরীক্ষার ফল প্রকাশ

বিটিসিএলের হিসাবরক্ষক পদের ফল প্রকাশ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি