হোম > চাকরি > সরকারি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মন্ত্রণালয়ের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী) এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী বা অস্থায়ী), ক্যাশ সরকার (স্থায়ী) ও অফিস সহায়ক (স্থায়ী বা অস্থায়ী)। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকার কর্তৃক নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বিদ্যমান সব বিধিবিধান অনুসরণ এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীদের অনুকূলে নিয়োগ আদেশ জারি করা হবে এবং চূড়ান্তভাবে সুপারিশ করা প্রার্থীদের স্থায়ী ঠিকানায় নিয়োগ আদেশ ডাকযোগে পাঠানো হবে।

জাতীয় জাদুঘরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৮

কারা অধিদপ্তরের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৬

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরীক্ষার সূচি

ফরেন সার্ভিস একাডেমির পরীক্ষা ৫ ফেব্রুয়ারি, প্রার্থী ১০২

তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ

বিজেএসসির অফিস সহায়ক পদের পরীক্ষার সূচি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৮৬ জনের চাকরি

১০ পদে চাকরি দেবে বিএসটিআই

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি