হোম > ইসলাম

কোন হাত কী কাজে ব্যবহার করতেন নবীজি

আবরার নাঈম 

ছবি: সংগৃহীত

সাহাবায়ে কেরাম ছিলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও উত্তম মানুষ। নবীজি (সা.)-এর প্রতি তাদের গভীর ভালোবাসা ছিল, যার কারণে তাঁরা তাঁর প্রতিটি কথা ও কাজ অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করেছেন। এমনকি তিনি কোন কাজ কোন হাতে এবং কোন দিক থেকে শুরু করতেন, তাও তাঁরা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। নবীজি (সা.) যেসব কাজে ডান ও বাম হাত ব্যবহার করতেন, নিচে তার কিছু বিবরণ দেওয়া হলো।

ডান হাতে করণীয় কাজসমূহ

নবীজি (সা.) পবিত্র ও উত্তম কাজগুলো ডান হাতে সম্পন্ন করতেন। এই কাজগুলো করা তাঁর সুন্নাত।

  • ১. পানাহার: ডান হাতে খাবার ও পানীয় গ্রহণ করা সুন্নত। এর বিপরীতে বাম হাতে পানাহার করাকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই তিনি সব সময় ডান হাতে খেতেন।
  • ২. অজু ও পবিত্রতা: যেহেতু অজু একটি ইবাদত, তাই তিনি অজু করার সময় প্রথমে ডান হাত দিয়ে শুরু করতেন। তিনি ডান হাত ধৌত করতেন, এরপর বাম হাত।
  • ৩. অন্যান্য পবিত্র কাজ: এ ছাড়া তিনি কোরআন স্পর্শ করা, মিসওয়াক করা, হাজরে আসওয়াদ স্পর্শ করা এবং সালাম দেওয়ার সময় ডান হাত ব্যবহার করতেন।

বাম হাতে করণীয় কাজসমূহ

নবীজি (সা.) অপবিত্র বা অপ্রীতিকর কাজগুলো বাম হাতে করতেন।

  • ১. শৌচ কাজ: পেশাব-পায়খানা ও এ জাতীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে তিনি বাম হাত ব্যবহার করতেন।
  • ২. অন্যান্য অপরিষ্কার কাজ: তিনি যেকোনো ধরনের নোংরা ও অপবিত্র বস্তু স্পর্শ করার ক্ষেত্রেও বাম হাত ব্যবহার করতেন।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর ডান হাত তাঁর অজু ও আহারের জন্য ব্যবহার হতো এবং বাম হাত তাঁর পেশাব-পায়খানা ও নোংরা স্পর্শ করার সব ক্ষেত্রে ব্যবহার হতো।’ (রিয়াজুস সালিহিন: ৭২৬)

নবীজি (সা.)-এর এই অভ্যাসটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। এর মাধ্যমে তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং উত্তম কাজের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের শিক্ষা দিয়েছেন।

সুরা কাফিরুনের অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

সুরা নাসরের বাংলা উচ্চারণ, অর্থ ও মক্কা বিজয়ের প্রেক্ষাপট

সহবাসের কতক্ষণ পর ফরজ গোসল করতে হয়?

শবে বরাত ক্ষমা ও মুক্তির রাত

শবে বরাতের নামাজের নিয়ম ও সতর্কতা

কোরআনে বর্ণিত সব ফল চাষ হচ্ছে যেখানে

সুরা মাউন অর্থসহ বাংলা উচ্চারণ ও শানে নুজুল

আত্তাহিয়াতু: আরবি, বাংলা উচ্চারণ, অর্থ ও প্রাসঙ্গিক ইতিহাস

আজকের নামাজের সময়সূচি: ৩০ জানুয়ারি ২০২৬

সুরা কুরাইশের বাংলা উচ্চারণ, অর্থ ও শানে নুজুল