হোম > ইসলাম

সুরা আসরের সারকথা

ইসলাম ডেস্ক

সুরা আসর পবিত্র কোরআনের ১০৩ নম্বর সুরা। মক্কায় অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা ৩। পরিধি ছোট হলেও অর্থের দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ সুরা। আসর শব্দের অর্থ সময়, কাল, যুগ, রাতদিনের পরিক্রমা ইত্যাদি। অনেকের মতে, আসরের নামাজের সময় তথা পড়ন্ত বিকেল। জাহিলি যুগের কয়েকজন কাফির মহানবী (সা.)-কে ক্ষতিগ্রস্ত আখ্যা দিলে তাদের জবাবে আল্লাহ তাআলা এ সুরা নাজিল করেন।

আল্লাহ তাআলা বলেন, ‘সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, তবে তারা নয়, যারা ইমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে।’ (সুরা আসর: ১-৩) এই সুরায় সময়ের শপথ করে আল্লাহ তাআলা চারটি গুণ না থাকলে পৃথিবীর সব মানুষকেই ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা দিয়েছেন। সেই চারটি গুণ হলো ইমান, সৎকাজ, ন্যায় ও ধৈর্য। এখানে তা সংক্ষেপে আলোচনা করা হলো।

এক. ইমান: ইসলামের পরিভাষায় ইমান হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার ও কাজ-কর্মে তা বাস্তবায়ন থাকা। এই সুরায় ইমান আনার অর্থ হলো মহান আল্লাহ, সর্বশেষ নবী মুহাম্মদ (সা.), আগের অন্য সব নবী-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকালসহ ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করা।

দুই. সৎকাজ: পৃথিবীর সব ধরনের ভালো কাজ এতে অন্তর্ভুক্ত। ইমানের বিষয়টি ঠিক রেখে যত কল্যাণকর কাজ রয়েছে, সবই বড় সওয়াবের কাজ ও সাফল্যের চাবিকাঠি।

তিন. পরস্পরে হকের উপদেশ: হক শব্দের অর্থ ইমান, একত্ববাদ, আল্লাহ, শরিয়তের বিধিনিষেধ ইত্যাদি বর্ণনা করেছেন আলেমেরা। মোটকথা, সঠিক, সত্য ও ইনসাফের পথে একে অন্যকে উপদেশ দিতে হবে।

চার. পরস্পরে ধৈর্যের উপদেশ: ইসলামের বিধিবিধান পালন, সুষ্ঠু-সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে ধৈর্যের গুরুত্ব কোনো অংশেই কম নয়, তাই মুমিন পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে। 

পবিত্র কোরআন ও হাদিসে জ্ঞান চর্চার গুরুত্ব

আজকের নামাজের সময়সূচি: ১৪ জানুয়ারি ২০২৬

বেফাক পরীক্ষা: কওমি মাদ্রাসার বছর শেষের উৎসবমুখর পড়াশোনা

সাহাবিদের অনন্য ৮ গুণ

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন