হোম > বিশ্ব > এশিয়া

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব: মিয়ানমারের রাখাইনে নিহত ৪১

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারের রাখাইন রাজ্যে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। 

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড়টি গত রোববার মিয়ানমারে আঘাত হানে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটারের বেশি। ঘূর্ণিঝড়ে মিয়ানমারের বন্দরনগরীর সিত্তে শহরের টিনের তৈরি ঘরগুলো উড়ে যেতে দেখা যায়। 

বু মা গ্রামের প্রশাসক কার্লো এএফপিকে বলেন, ‘আমাদের এখানে ঘূর্ণিঝড়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।’ 

অন্য আরেকটি গ্রামের নেতা এএফপিকে বলেন, ‘আমাদের এখানে ২৪ জনের মৃত্যু হয়েছে।’ তিনি জান্তা সরকারের ভয়ে নাম প্রকাশ করতে রাজি হননি বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

জান্তা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 

ঘূর্ণিঝড়ের আগে বাংলাদেশ ও মিয়ানমারে প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি মোখা। ঘূর্ণিঝড়ে ভূমিধসের আশঙ্কা করছেন তাঁরা। এতে ব্যাপক হতাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১১

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০