হোম > বিনোদন > গান

শাবনূরের গাড়িতে মমতাজের সিডনি ভ্রমণ

গান গাইতে অস্ট্রেলিয়া গেছেন সংগীতশিল্পী মমতাজ বেগম। ১৮ মে সেখানে যান তিনি। অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে বাংলাদেশিদের আয়োজনে কনসার্টে অংশ নেন। ২১ মে গেয়েছেন মেলবোর্নে আয়োজিত ঈদ অনুষ্ঠানে। ২৮ মে সিডনিতে আয়োজিত বৈশাখী মেলায়ও পারফর্ম করেছেন মমতাজ।

আজ (৩০ মে) ছিল মমতাজের দেশে ফেরার দিন। দিনটি মমতাজের জন্য বিশেষ হয়ে উঠল আরেকটি কারণে। কারণটি শাবনূর। ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাসিন্দা। ফেরার দিনে মমতাজের সঙ্গে দেখা হয়ে গেল শাবনূরের।

সারাদিন মমতাজ ও শাবনূর একসঙ্গে সময় কাটিয়েছেন। গাড়িতে করে গায়িকাকে সিডনি শহর ঘুরিয়ে দেখিয়েছেন শাবনূর। অভিনেত্রী ছিলেন চালকের আসনে আর মমতাজ বসে ছিলেন পাশে। এয়ারপোর্ট পর্যন্ত একসঙ্গে ছিলেন তাঁরা।

ফেসবুকে দুজনের কয়েকটি ছবি পোস্ট করে মমতাজ লিখেছেন, ‘আমার খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। আজ সারাদিন সময় দিল শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি। অনেক মিস করব তোমাকে।’

আর শাবনূর লিখেছেন, ‘জীবনের সুন্দর মুহূর্তগুলো এভাবেই সুন্দর হয়ে থাকুক।’

বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ