হোম > বিনোদন > সিনেমা

অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

এবারের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সিনেমাটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়।

সিনেমাটি তৈরি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে। প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা ও সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কতটা দাগ কাটতে পারে, তা দেখানো হয়েছে সিনেমাটিতে। ১৭ বছর বয়সী তরুণ পল বাউমার ও তাঁর সহপাঠীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার গল্প এটি। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান ঔপন্যাসিক এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে তৈরি হয়েছে একই নামের সিনেমাটি।

এ ছাড়া এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল ‘আর্জেন্টিনা ১৯৮৫’ (আর্জেন্টিনা) , ‘ক্লোজ’ (বেলজিয়াম) , ‘ইও’ (পোল্যান্ড) ও ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড)।

৯ বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাটি জিতেছে মোট চারটি পুরস্কার। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ছাড়াও এডওয়ার্ড বার্জার পরিচালিত সিনেমাটি জিতেছে সেরা অরিজিনাল স্কোর, সেরা প্রোডাকশন ডিজাইন ও সেরা চিত্রগ্রাহকের পুরস্কার।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল। 

অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার