৩ অক্টোবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদককাণ্ডে গ্রেপ্তার করে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারপর থেকে কিং খানকে সেভাবে বাইরে দেখা যায়নি। আরিয়ানের জামিন আবেদনের সময় আদালতে আরিয়ানের মা গৌরী খানকে দেখা গেলেও এখনো শাহরুখের সঙ্গে সামনাসামনি দেখা হয়নি শাহরুখপুত্র আরিয়ানের। গতকাল ১৮ দিন পরে সামনে এলেন তিনি। বৃহস্পতিবার সকালে ছেলে আরিয়ান খানের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে যান শাহরুখ। ভারতীয় একাধিক গণমাধ্যম জেল সূত্রে বলছে, প্রায় ২০ মিনিট ছেলের সঙ্গে কথা হয় শাহরুখের। এ সময় ছেলেকে সাহস জোগান শাহরুখ। সবশেষ গতকাল বুধবার আরিয়ানের জামিন নামঞ্জুর হয়েছে। বিশেষ আদালত জামিন দেননি তাঁকে। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন মুম্বাইয়ের উচ্চ আদালতে। উচ্চ আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। কাজেই ২৬ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে আরিয়ান খানকে।
অন্যদিকে আজ বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি হয়। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যে ছিল অনন্যার ল্যাপটপ ও মোবাইল ফোন। অনন্যাকে এনসিবি দপ্তরে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আরিয়ানের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কিন্তু এবার এসব করার মতো মন নেই অভিনেতার। শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবার কিং খান সবাইকে অনুরোধ করবেন, যাতে তাঁর জন্মদিনে বাড়ির সামনে অনুরাগীরা জড়ো না হন।
আরও পড়ুন