হোম > সারা দেশ > লালমনিরহাট

‘আমার ছেলেকে যারা মেরে ফেলেছে, তাদের ফাঁসি চাই’

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

‘আমার ছেলের কী অপরাধ ছিল যে ওরে মেরে ফেলল। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করলা না কেন? আমার ছেলেকে যারা মেরে ফেলেছে, তাদের ফাঁসি চাই।’ আজ রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যানচালক মানিকুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন মানিকুলের মা সামছুন্নাহার। 

উপজেলার সিংগীমারী ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মানিকুলের মা, স্ত্রীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, মানিকুল হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি কাউকে গ্রেপ্তার করতে না পারে তাহলে কঠোর আন্দোলন ও বিক্ষোভ করবেন বলে ঘোষণা দেন তাঁরা। 

মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মা সামছুন্নাহার, স্ত্রী শাকিলা আক্তার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক সবুজ, সাদেকুল ইসলাম স্বপন প্রমুখ। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোরালোভাবে কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

উল্লেখ্য, ১৯ জানুয়ারি বিকেলে হাতীবান্ধা উপজেলার একটি ভুট্টাখেত থেকে মানিকুল ইসলামের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার সিংগীমারী ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তিনি। ওই দিনই নিহতের মা সামছুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় মামলা করেন। এদিকে গতকাল শনিবার সকালে উপজেলার একই এলাকায় বাঁশঝাড় থেকে মানিকুলের কাটা মাথা উদ্ধার করে পুলিশ।

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল