বিএনপি নেতা হারুন অর রশিদ বলেছেন, ১০ ডিসেম্বরেরে ১০ দিন আগেই তাঁরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নেবেন। তিনি বলেছেন, ‘ধর্মঘট দিয়ে মানুষের আসা বন্ধ করতে পারেননি। সমাগম দেখে আপনাদের মনে কম্পন তৈরি হয়েছে। ১০ তারিখের ১০ দিন আগে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিব।’ আজ শনিবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এ কথা বলেন।
হারুন অর রশিদ বলেন, ‘বাধা উপেক্ষা করে সমবেত হয়েছেন সবাই। ওবায়দুল কাদের বলছেন, খেলা হবে। ১০ ডিসেম্বরের পরে খেলা দেখাবেন। মানুষ ১৫ বছর ধরে আপনাদের খেলা দেখছে। সম্পদ লুট করে পাচার করছেন, ভোট চুরি করে ক্ষমতায় আছেন। গণতন্ত্রের মাকে বন্দী করে রেখেছেন। তারেককে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে রেখেছেন। নাটক বন্ধ করেন। কাদের, নাটক বন্ধ করেন। ছোটবেলায় সার্কাস দেখতাম। সেখানে জোকার থাকত। রং বেরংয়ের পোশাক পড়ত। জোকারি বাদ দেন, ধানাই পানাই বাদ দেন। ১০ তারিখে নতুন কর্মসূচি নিয়ে মাঠে আসব।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘মানুষ এক মুহূর্ত আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। ” কিন্তু সরকারের কাছে মানুষ নিরাপদ নয়, সম্পদ নিরাপদ নয়। তাঁরা বিপন্ন করেছেন দেশকে, বিপন্ন করেছে স্বাধীনতাকে তবে মানুষকে রক্ষার কাজ বিএনপি শুরু করেছে।’
হারুন অর রশিদ আরও বলেন, ‘কোনো বাধা বিপত্তি বিএনপিকে রোধ করতে পারবে না। সময় কমে আসছে। গাইবান্ধায় নির্বাচনে ডিজিটাল প্রযুক্তি দিয়ে চোর চিহ্নিত করেছি। কিন্তু আপনারা কাউকে গ্রেপ্তার করেন না, ডিসি এসপিকে প্রত্যাহার করেন নাই। নির্বাচন কমিশন ডাকাত সরদার। তাদের সরে যেতে হবে। মানুষ গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে নেমেছে। অর্থনীতি পুনরুদ্ধারের নেমেছে। কেউ আর আটকাতে পারবে না।’
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন: